“আসসালামু আলাইকুম” আশা করি সকলে ভাল আছেন। আমাদের Microsoft Word এর আগের পর্ব যারা দেখেননি তারা দেখে নিবেন আমরা এম এস ওয়ার্ড বাংলা পার্ট- ০১ ও এম এস ওয়ার্ড বাংলা পার্ট- ০২ এ কিভাবে টাইপ করতে হবে এবং Home Tab এর বিভিন্ন কাজগুলো দেখিয়েছিলাম। এ পর্বে আমরা শিখবো Home এর পরের Tab, Insert Tab এর কাজগুলো ।
নিচের ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন Insert Tab এর একটি ছবি এবং তার বিভন্ন অংশ চিহিৃত করা।

তো প্রথমে আমরা কথা বলব Insert এর Pages অংশটি নিয়ে।

Pages অংশে আমরা দেখতে পাচ্ছি
- Cover Page
- Blank Page
- Page Break
Cover Page

উপরের ছবিটাতে আমরা Cover Page এর একটি অংশ চিহিৃত করা দেখতে পাচ্ছি। Cover Page এর কাজ হলো আমরা যেকোন বই বা কোন কিছুর Cover তৈরি করতে এটা ব্যবহার করতে পারি। যে কোন একটি ডিজাইন Choice করে তাতে নিজের মত চেঞ্জ করলে হয়ে যাবে।
Blank Page
Blank Page অর্থ হলো একটি ফাঁকা পেজ নেওয়া। এই কাজটি করতে আপনারা Blank Page অপশনে ক্লিক করুন, একটি ফাঁকা পেজ পেযে যাবেন।
Page Break


Page Break সাধারনত একটি পেজ থেকে আর একটি পেজে লেখা আনাকে বুঝায়। আপনাদের ১ম পেজ থেকে যতটুকু লেখা পরের পেজে আনতে চাচ্ছেন সেই লেখার সামনে থেকে কার্সর নিয়ে Page Break এ ক্লিক করুন হয়ে যাবে।
Tables


উপরের চিত্রটি টেবিল, আমরা অনেক রকম কাজে এই Table ব্যবহার করে থাকি। এটি করতে Table এ ক্লিক করে কতগুলো ঘর প্রয়োজন তা নির্ধারন করে দিলেই হবে।
Illustration

Illustration এর চিত্র উপরে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে Picture, Clip Art, Shapes, SmartArt, Chart ইত্যাদি দেখতে পাচ্ছেন। এখন আমরা এসবের কাজ দেখবো।
Picture
Picture এ ক্লিক করলে সরাসরি আপনার কম্পিউটার ড্রাইভে চলে যাবে যা নিজের চিত্রের মত দেখতে


এভাবে একাধিক Picture আনা যাবে।
Clip Art
প্রথমে আপনি Clip Art এ ক্লিক করুন তারপর নিচের ছবির নির্দেশনা অনুযায়ী কাজ করুন।


উপরের ছবির মত ইন্টারফেস আসলে Copy ক্লিক করে Word এর পেজে Paste করলে নির্দিষ্ট Clip Art টি চলে আসবে।
Shapes

উপরের ছবির মত Shapes এ ক্লিক করলে অনেক Shapes পাওয়া যাবে সেখান থেকে নিজের ইচ্ছামত Shapes নিয়ে কাজ করুন।
SmartArt

SmartArt এ আমরা ক্লিক করলে উপরের ছবির মত ইন্টারফেস হবে, সেখান থেকে ইচ্ছামত Art নিয়ে ok চাপলে কাজ হয়ে যাবে।
Chart

Chart এ ক্লিক করলে উপরের ছবির মত দেখতে পারবেন, তারপর আপনার যেমন chart প্রয়োজন সেই রকম chart বাছাই করে আপনি ok press করুন। এরপর আপনি সেখানে color , design ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
Links

Link সাধারনত একটি লেখার সাথে অন্য কোন কিছু Link করতে ব্যবহৃত হয়।
Header & Footer

Header: আমরা ধরে নিলাম একটি ফাইল এ ১০ টি পেজ আছে, পেজগুলোর উপরে কোন হেডলাইন লেখবো যা সব পেজে একই রকম তখন Header এ যা লিখবো তা সব পেজে দেখা যাবে।
Footer: এটি Header এর মতন শুধু লেখাগুলো নিচে Footer অংশে দেখা যাবে।
Page Number: একটি ফাইল লেখার পরে তাতে পেজ নাম্বার দেয়ার জন্য এই অপশন ব্যবহার করা হয়। একটি পেজ এ নাম্বার দিলে সব পেজে Auto number চলে আসবে।
Text

Text এর কাজগুলো নিম্নে দেয়া হলো

Text Box: কোন লেখা box এর মধ্যে লিখতে এই text box ব্যবহার করতে হয়।
WordArt: লেখার বিভিন্ন ডিজাইন করতে সাধারনত এই WordArt ব্যবহার হয়। আপনার প্রথমে WordArt এ ক্লিক করলে ছবির মতো একটি ইন্টারফেস আসবে তারপর যেকোন একটি ডিজাইন পছন্দ করে নিজের ইচ্ছামত Text লিখতে পারবেন।
Symbols

Equation

Equation সাধারনত বীজগনিতের সূত্র বা বীজগনিত টাইপের কিছু লিখতে ব্যবহার করা হয়।
Symbol

Symbol মানে আমরা সকলে বুঝি যেমন আপনি কিছু লিখতে গেলে গুন চিহৃ খুজে পাবেন না। তখন আপনাকে এই Symbol থেকে গুন চিহৃ Insert করতে হবে। এই রকম প্রয়োজনীয় জিনিস যা লেখার সময় পাওয়া যায় না তখন Symbol ব্যবহার করা যায়।
তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের আমাদের Insert Tab এর কাজ শেষ হয়ে গেল, এখন আপনি বাসায় এসব প্রাকটিস করুন। মনে রাখবেন আমি আপনাদের যতই কাজগুলো শিখাই আপনি যদি বাসায় প্রাকটিস না করেন তাই আপনার শেখা সম্ভব না তাই আজ এ Insert Tab এর কাজগুলো শেষ করে দেন। পরবর্তী পর্বে আমরা Page Layout নিয়ে কথা বলব সে পর্যন্ত ভাল থাকুন সুষ্ঠ থাকুন।
আল্লাহ হাফেজ