হ্যালো বন্ধুরা আজকের এই পোষ্ট যারা পড়ছেন তাদের সকলকে জানাই আমার সালাম “আসসালামু আলাইকুম” । MS Word Bangla পার্ট- ০১ আমরা Details আলোচনা করেছি। যারা দেখেননি তারা দেখে নিবেন। আজ আর বেশি কথা বলব না চলুন সরাসরি কাজ এ চলে যাই। আজ কথা বলব Home Tab নিয়ে।
Home Tab কে আমরা ৫ টি ভাগে ভাগ করে নেই।

- Clipboard
- Font
- Paragraph
- Editing
- Styles
এখানে যারা নতুন তারা বলতে পারেন যে What is Font ? লেখার বিভিন্ন স্টাইল কে আমরা Font বলি । যেমন আমাদের বিভিন্ন বন্ধুর হাতের লেখা এক এক রকম কোন বন্ধুর হাতের লেখা পেচানো এই রকম বিভিন্ন স্টাইলগুলোকে আমরা Font বলে থাকি। নিচের চিত্র দেখলে বুঝতে পারবেন।

এবার আমরা Font এর বিভিন্ন Toolbar এর ব্যবহার নিয়ে কথা বলব। আপনারা নিচের চিত্রটি-তে দেখতে পাচ্ছেন Font এ কি কি থাকে

পছন্দ অনুযায়ী Font করে নিতে পারেন। লেখার সাইজ ইচ্ছামত ছোট/বড় করতে পারবেন। B-তে ক্লিক করে Font Bold/হাইলাইট করতে পারবেন। I-তে ক্লিক করে হালকা কাত বা ইটালিক করতে পারেন। U- তে ক্লিক করে লেখাতে Underline দিতে পারবেন। লেখার মাঝখান দিয়ে দাগ দিতে পারবেন। এছাড়াও বিভিন্ন শব্দকে ছোট/বড় করতে পারবেন।
এবার কথা বলব Home এর Pragraph নিয়ে

উপরের ছবিতে আমরা Paragraph এর বিভিন্ন টুলস দেখতে পাচ্ছি। তো এবার Paragraph এর কাজগুলো দেখে নেই
Bullet Point: বিশেষ কোন বাক্য Point আকারে লিখতে Bullet ব্যবহার করা হয়। একটি শব্দ লিখার পর একবার Enter চাপলে আবার Bullet দেখা যাবে যখন আর যখন Bullet ব্যবহারের প্রয়োজন নাই তখন দুইবার Enter press করলে হবে।
Indent: পুরো প্যারা ডানে বা বামে সরানোর জন্য Indent ব্যবহৃত হয়।
Alignment: লেখা ডানে অথবা বামে অথবা মাঝে নিয়ে যাওয়ার জন্য Alignment ব্যবহার হয়।
Line & Character Spacing: দুটি পরপর শব্দের মাঝে কতটুকু ফাঁকা থাকবে তা নির্ধারণ করা যায় এর মাধ্যমে।
Background Color & Border: যে লেখাটির Background চেঞ্জ করবেন তা সিলেক্ট করতে হবে। তারপর কালার পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। এবার একইভাবে বর্ডার দেয়া যাবে।
এবার আমরা কথা বলবো Clipboard নিয়ে

Cut: কোন লেখাকে একস্থান থেকে সম্পন্নভাবে মুছে অন্য স্থানে নিয়ে যাওয়াকে Cut বলা হয়। লেখা Cut করতে Keyboard এর (Ctrl+X) ব্যবহার করা যায়।
Copy: কোন লেখা সে স্থানে রেখে আবার অন্য আর একটি স্থানে নিয়ে যাওয়াকে Copy বলে। এর জন্য Keyboard এর (Ctrl+C) ব্যবহার করা যায়।
Paste: উপরের লেখা গুলো আমরা Copy বা Paste যাই করিনা কেন , তা একটি স্থানে বসাতে গেলে Paste করতে হবে। এর জন্য Keyboard এর (Ctrl+V) চাপলে উক্ত লেখা গুলো দেখতে পাব।
এবার আমরা কথা বলবো Editing Tools নিয়ে

এ টুলস দিয়ে আমরা খুব সহজেই একটি পুরো প্যারার লেখার একটি নির্দিষ্ট শব্দ চেঞ্জ করতে পারি এর জন্য Keyboard এর (Ctrl+F) চাপতে হবে এবং নিচের চিত্রটি এর মত কাজ করতে হবে।


এবার কথা বলব Style টুলস নিয়ে

আপনার যে লেখার style পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন এবং style এর বিভিন্ন স্থানে কার্সর নিয়ে গেলে দেখতে পারবেন যে লেখার Style, Font, Color ইত্যাদি Autometic পরিবর্তন হয়ে যাবে।
তাহলে বন্ধুরা আপাতত এগুলোই ভাল করে Practice করুন। পরের পর্বে নতুন কিছু নিয়ে আসবো আবার সে পর্যন্ত ভাল ও সুষ্ঠ থাকুন।
ধন্যবাদ